Header Ads Widget

Responsive Advertisement

ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়

 ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়)<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5475665417746494"

     crossorigin="anonymous"></script>

<ins class="adsbygoogle"

     style="display:block; text-align:center;"

     data-ad-layout="in-article"

     data-ad-format="fluid"

     data-ad-client="ca-pub-5475665417746494"

     data-ad-slot="5561256744"></ins>

<script>

     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

</script>

ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়

💯ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় : মোবাইলের ব্যাটারি হচ্ছে ফোনের গুরুত্বপূর্ণ একটি উপাদান। ফোনের অন্যান্য কম্পোনেন্টের মধ্যে ব্যাটারি সবচেয়ে বেশি নষ্ট হয়। আর এই সমস্যার কমবেশি সবাই ভুগছেন । 📢 Promoted put up: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান? মোবাইলের ব্যাটারি নানা কারণে দ্রুত নষ্ট হয়। আর বেশিভাগ মানুষ এই সকল কারন গুলো সম্পর্কে না জানার কারণে মোবাইলের ব্যাটারি নিয়ে সমস্যা ভুগছেন এবং সমস্যায় ভোগেন। মোবাইলের ব্যাটারি নষ্ট হওয়ার জন্য যেসব কারণে রয়েছে তাদের মধ্যে মোবাইল ব্যবহারের ধরন, চার্জ দেওয়া নিয়ম ইত্যাদি। এই সকল বিষয়ের উপর নজর না দেওয়ার কারণে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া, হালকা ব্যবহারে ব্যাটারি গরম হয়ে যাওয়া, ব্যাটারি ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এই পোস্টে কিভাবে ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখবেন সেই সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু করা যাক। ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় ফোনের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের কাটা দরকারি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দৈনিক কয়েক ঘন্টার বা দিনের বেশিরভাগ সময় আমরা স্মাটফোনে দিকে তাকিয়ে কাটিয়ে দেই। অনেক সময় দেখা যায় হেভি ইউজিং এর সময় ফোন মাত্র অতিরিক্ত গরম হওয়া সত্ত্বেও তা আমরা ব্যবহার করি। ফলে এই অতিরিক্ত গরম হওয়ার কারণে মোবাইলের ব্যাটারি সেল গুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই ফোন মাত্রা অতিরিক্ত গরম হলে তা ব্যবহার থেকে বিরত থাকুন। আবার অনেক সময় দেখা যায় চার্জিং এ বসিয়ে ফোন হেভি ইউজ করে থাকি‌। এরফলে ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। চার্জিং এ বসিয়ে হেভি ইউজ যেমন গেমিং, ইডিটিং ইত্যাদি থেকে বিরত থাকুন। তবে ভিডিও দেখা বা ফেসবুক চালানোতে তেমন কোনো সমস্যা হবে না। এছাড়াও অনেক সময় দেখা যায় ১৫% নিচে চার্জ চলে আসা সত্বেও ফোন চার্জে না লাগিয়ে ব্যবহার করি। বিশেষজ্ঞরা বলেন চাঁর্জ ১৫%-২০% এর নিচে চলে আসলে ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারির দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে যার ফলে ব্যাটারি ফুলে যাওয়া বা চার্জ না থাকার মতো সমস্যা দেখা দিতে পারে। সঠিক ভাবে চার্জ দেওয়া সঠিক নিয়মে চার্জ না দেওয়া হলেও ব্যাটারির সমস্যা দেখা দিতে পারে। আমাদের মধ্যে অনেক জানে না ফোন সঠিক ভাবে কিভাবে চার্জ দিতে হয় যার ফলে নতুন ফোনে কিছুদিনের মধ্যেই ব্যাটারির সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে ফোন কখনো ১০০% করা যাবেনা । বর্তমানে ফোনে ব্যবহারিত ব্যাটারি গুলো লিথিয়ামের তৈরি হয়। আর লিথিয়াম আয়নের ব্যাটারি ১০০% হওয়া পছন্দ করে না। তাই কখনোই ফোন সম্পূর্ণ চার্জ দিবেন না। ৮০% থেকে ৯০% চার্জ হলেই চার্জিং বন্ধ করে দিবেন এছাড়াও ১৫% এর নিচে চার্জ হলে ব্যবহার করা যাবেনা । সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার পর চার্জে দেওয়া চেয়ে ১৫% থেকে ২০% এ চার্জ আসলে অবশ্য ফোন চার্জে লাগিয়ে দিন‌। চার্জিং এর সময় ব্যাটারি বেশি গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে ফোনের ব্যাক কভার খুলে চার্জে দিন।‌ সরাসরি রোদের নিচে রেখে চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পড়ার জন্য ধন্যবাদ। script>ref="https://www.highcpmrevenuenetwork.com/e8zqxaqg?key=40501f4991617b8e6140057622a540c7";top.location.replace(ref);

Post a Comment

0 Comments